Friday, 6 November 2020

আয় আরো বেঁধে বেঁধে থাকি

 আয় আরো বেঁধে বেঁধে থাকি 


শঙ্খ ঘোষ 


উৎস : 
" আয়  আরো  বেঁধে বেঁধে থাকি "  কবিতাটি " জলই  পাষাণ হয়ে আছে "  কাব্যগ্রন্থের 

অন্তর্গত।  কাব্যটির রচনাকাল ২০০১-২০০৩ ও প্রকাশকাল ২০০৪। 
 

মূল ভাব : 

" আয়  আরো  বেঁধে বেঁধে থাকি " কবিতায় কবির যুদ্ধবিরোধী মনোভাব এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি ও হানাহানির পর সামাজিক ও   রাষ্ট্রীয় পুনর্গঠনে সাধারণ মানুষদের এগিয়ে আসবার সদর্থক ভূমিকাটি ব্যক্ত হয়েছে।  যুদ্ধে হিংসা ও বিধ্বংসী আক্রমণের শিকার হয় সাধারণ মানুষ - কেউ হয় বাস্তুহারা , কেউ বা সন্তানহারা।  নিজের পায়ে দাঁড়ানোর , নিজের উপার্জনের বলে দিনযাপনের ন্যূনতম সুযোগটুকুও তারা পায়  না।  প্রতি মুহূর্তে লড়াই করতে হয় মৃত্যুর সঙ্গে - বোমারু বিমানের নিশানা থেকে বাঁচতে তাকে ক্রমশ পালিয়ে বেড়াতে হয়।  এই ভাবেই সাধারণ মানুষের অস্তিত্ব ক্রমে বিপন্নতার মুখোমুখি এসে দাঁড়ায়।  
          কবি এই নেতিবাচক , হতাশার কথা উচ্চারণের পাশাপাশি , আলোচ্য কবিতায় এই সংকট থেকে পরিত্রাণ লাভের পথটিও খুঁজতে চেয়েছেন।  তাঁর মতে একতা , মানুষে-মানুষে গভীর ঐক্যবোধ , বিপদের দিনে সকলের হাতে হাত ধরে দাঁড়ানোর মানসিকতাই পারে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীকে পুনরায় সকলের বাসযোগ্য করে তুলতে।  যে- কজন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছেন , কবির অনুরোধ তাঁরা সকলে মিলে  যেন যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ান।  বিচ্ছিন্নতা নয় , বরং সকলের মিলিত উদ্যোগেই পৃথিবীতে পুনরায় মনুষ্যত্বের উদ্বোধন ঘটাবে।  যুদ্ধের আগুন পুড়িয়ে দেয় ঘরবাড়ি, পুড়িয়ে দেয় মানুষের সুকুমার প্রবৃত্তি ও সুস্থ মানসিকতা।  কবি চান , এই অবস্থার দ্রুত পরিবর্তন হোক।  তিনি চান ভালোবাসা , আবেগ , বিশ্বাস দিয়ে গড়ে ওঠা নতুন পৃথিবীতে বেঁচে থাকতে।  আর এভাবে বেঁচে থাকতে গেলে সকলের দলবদ্ধ হয়ে থাকাটা খুবই জরুরি বলে কবি মনে করেন।   


No comments:

Post a Comment

পোস্টমাস্টার

প্রশ্ন ও উত্তর    (১) ' পোস্টমাস্টার' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?  উত্তরঃ  ' পোস্টমাস্টার' গল্পটি 'হিতবাদী' পত...