Sunday, 25 April 2021

বিড়াল ও টুনটুনির গল্প - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী




 প্রশ্ন ও উত্তর 

(১) গৃহস্থের ঘরের পিছনে কী গাছ ছিল ? 

উত্তরঃ গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ ছিল। 

(২) টুনটুনি কীভাবে বাসা বেঁধেছে ? 

উত্তরঃ  বেগুন   গাছের  পাতা ঠোঁট  সেলাই করে টুনটুনি পাখি তার বাসা বেঁধেছে।  

(৩) বাসার ভিতরে ছানারা কী করত ? 

উত্তরঃ বাসার ভিতরে ছানারা খালি হাঁ  করে আর চিঁ চিঁ করত। 

(৪) গৃহস্থের বিড়ালটা কীরকম ? 

উত্তরঃ গৃহস্থের বিড়ালটা ভারি দুষ্টু। 

(৫) গৃহস্থের বিড়ালটা কী ভাবত ? 

উত্তরঃ গৃহস্থের বিড়ালটা  কী করে  টুনটুনির ছানা খাবে ভাবত। 

(৬) টুনটুনির ব্যবহারে বিড়ালনী খুশি হত কেন ? 

উত্তর : টুনটুনি রোজ বিড়ালনীকে প্রণাম করত আর মহারানি বলত , তাই টুনটুনির ব্যবহারে বিড়ালনী খুশি হত।  

(৭) টুনটুনির বাচ্ছারা উড়ে কোন গাছের ডালে বসেছিল ? 

উত্তরঃ  টুনটুনির বাচ্চারা উড়ে তালগাছের ডালে বসেছিল।  

(৮) বেগুনগাছে কে কীভাবে বাসা বেঁধেছিল ? 

উত্তরঃ বেগুনগাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখি তার বাসা বেঁধেছিল।  

(১০)  টুনটুনির ছানারা উড়তে শিখতে টুনটুনি খুশি হল কেন ? 

উত্তরঃ ছানারা উড়তে শিখে গেলে দুষ্টু বিড়াল আর ছানাদের খেতে পারবে না , তাই ছানারা উড়তে শিখলে টুনটুনি খুশি হল।

(১১) বেগুনগাছে কে বাসা করেছিল ? 

উত্তরঃ বেগুনগাছে  টুনটুনি পাখি বাসা করেছিল।  

(১২) বাসার ভিতরে কয়টি ছোট্ট ছানা ছিল ? 

উত্তরঃ বাসার ভিতরে তিনটি ছোট্ট ছিল।  

(১৩) " কি করছিস লা টুনটুনি ?" ...... কে বলেছিল ? 

উত্তরঃ গৃহস্থের বিড়াল টুনটুনিকে বলেছিল।  

(১৪) " প্রণাম হই , মহারানী " ....... মহারানী কে ? 

উত্তরঃ মহারানী হল গৃহস্থের বিড়াল।  

(১৫) " দূর হ লক্ষ্মীছাড়ী বিড়ালনী " ---- একথা কে  কাকে বলেছে ? 

উত্তরঃ   একথা টুনটুনি গৃহস্থের  দুষ্টু বিড়ালকে বলেছে।  

(১৬) বেগুন কাঁটায় নাকাল হয়ে কে ঘরে ফিরেছিল ? 

উত্তরঃ গৃহস্থের দুষ্টু বিড়ালটা বেগুন কাঁটায় নাকাল হয়ে  ঘরে ফিরেছিল।  















No comments:

Post a Comment

পোস্টমাস্টার

প্রশ্ন ও উত্তর    (১) ' পোস্টমাস্টার' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?  উত্তরঃ  ' পোস্টমাস্টার' গল্পটি 'হিতবাদী' পত...