স্বাধীনতার সুখ
রজনীকান্ত সেন
কবিতার কথা :
বাবুই পাখি গাছে বাসা বানিয়ে তাতে বাস করে। চড়ুই পাখি থাকে দালানের আনাচে কানাচে বা ঘুলঘুলিতে বাসা বেঁধে। গাছের ওপর বাসা , তাই ঝড়-জল -রোদে বাবুই পাখিকে কষ্ট পেতে হয়। চড়াই পাখির সে ঝামেলা নেই। ঝড়বৃষ্টির সময় পাকা বাড়ির নিরাপদ বাসায় আশ্রয় নিলেই হল। বাবুই পাখিকে ডেকে চড়াই এই কথাটাই মনে করিয়ে দিয়ে বলছে , বাবুই তার সুন্দর বাসাটি নিয়ে যতই গর্ব করুক , ওই বাসায় থেকে সুখ নেই। তার চেয়ে বরং পাকা বাড়িতে তার মতো থাকাই ভালো। ঝড়জলে কষ্ট পেতে হয় না। এই কথা শুনে , বাবুই বলল , চড়াই যা বলছে তা ঠিকই , তবে , পরের বাসায় আরাম করা থাকার চাইতে নিজের বাসায় কষ্ট করে থাকা অনেক ভাল।
এই কবিতা টি থেকে আমরা শিখতে পারি যে সুখ নির্ভর করে মনের উপর। মনে যার সুখ আছে সেই প্রকৃত সুখী। যারা স্বাবলম্বী তারা এই সুখ পায় , যারা অন্যের ওপর নির্ভর করে থাকে তারা এই সুখ পায় না।
প্রশ্ন :
(১) চড়াই পাখি কোথায় থাকে ?
(২) চড়াই পাখির মনে এত আনন্দ কেন ?
(৩) বাবুই পাখির বাসাকে তার খারাপ মনে হয় কেন ?
(৪) বাবুই পাখির বাসা কে তৈরি করে ?
(৫) বাবুই পাখিকে ডেকে চড়াই পাখি কী বলল ?
(৬) চড়াই -এর কথার উত্তরে বাবুই কী বলেছিল ?
(৭) বাবুই ছোট্ট বাসায় থেকেও দুঃখ না করে আনন্দ প্রকাশ করল কেন ?
Where can I find all the answers
ReplyDelete